9:58 PM, 12 November, 2025

অবনমন ঘটেছে ধাওয়ান এবং হার্দিকের

inbound1490448899064493503

ভারতীয় ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে শিখর ধাওয়ান এবং হার্দিক পান্ডিয়ার অবনমন অস্বাভাবিক ছিল না। তবে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘সি’ ক্যাটাগরিতে নেমে যাওয়া এই দুই ক্রিকেটারের জন্য ভীষণ হতাশারই বটে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ২০২১-২২ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। যেখানে ২৭ ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত চুক্তিতে আগের মতো চারটি গ্রেডই আছে।

এবারের চুক্তিতে ধাওয়ান, হার্দিক ছাড়া অবনমনের শিকার হয়েছেন আরও ৭ ক্রিকেটার। আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মায়াঙ্কা আগারওয়াল এবং ঋদ্ধিমান সাহা এদের অবনমন ঘটেছে এক গ্রেড করে।

অসাধারণ পারফরম্যান্স করা সূর্যকুমার যাদব জায়গা করে নিয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে। ‘সি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন এই বিস্ফোরক ব্যাটার। এক গ্রেড করে উন্নতি ঘটেছে কেবল তিন ক্রিকেটারের। আক্সার প্যাটেল, শ্রেয়াস আইয়ার ও মোহাম্মদ সিরাজ তিনজনই ‘সি’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন।

গতবারের মতো এবারও রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জাসপ্রিত বুমরাহ এই তিন ক্রিকেটার আছেন ‘এ প্লাস’ ক্যাটাগরিতে। যাদের বাৎসরিক বেতন ৭ কোটি রুপি। এছাড়াও ‘এ’ ক্যাটাগরিতে গতবার ১০ জন থাকলেও এবার মাত্র ৫ জন আছেন। যাদের বেতন ৫ কোটি রুপি। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার ৩ কোটি ও ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটার ‘১’ কোটি রুপি করে পাবেন বছরে।

গতবারের কেন্দ্রীয় চুক্তি থেকে এই মৌসুমে বাদ পড়েছেন রিস্ট স্পিনার কুলদীপ যাদব এবং পেসার নবদীপ সাইনি।

বিসিসিআইয়ের ২০২১-২২ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা:

গ্রেড ‘এ’ প্লাস: রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ।

গ্রেড ‘এ’: লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, রিশাভ পান্ত, মোহাম্মদ শামি।

গ্রেড ‘বি’: আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা, শার্দুল ঠাকুর, আক্সার প্যাটেল, শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ সিরাজ।

গ্রেড ‘সি’: শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, সূর্যকুমার যাদব, মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা, ওয়াশিংটন সুন্দর, দিপক চাহার, যুজবেন্দ্র চাহাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *