9:57 PM, 12 November, 2025

রুশ সেনাদের মৃত্যুর সংখ্যা জানাল অবশেষে রাশিয়া

inbound2059544545801058350

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘোষণার পর টানা ৭ দিন ধরে ইউক্রেনে রুশ অভিযান চলছে। অভিযানের শুরু থেকেই প্রতিদিন হতাহতের সংখ্যা নিয়ে বিবৃতি দিয়ে যাচ্ছে ইউক্রেন কর্তৃপক্ষ। নিজের সৈন্যের পাশাপাশি রুশ সেনাদের নিহতের সংখ্যাও তার প্রকাশ করে আসছে। তবে এই প্রথমবার রাশিয়া তাদের সৈন্যদের নিহতের সংখ্যা জানালো।

বুধবার (২ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, ইউক্রেনে চলমান সংঘাতে ৪৯৮ রুশ সৈন্য নিহত এবং আরও এক হাজার ৬০০ জন আহত হয়েছে।

দিও রাশিয়ার তথ্যের সাথে ইউক্রেনের তথ্যের কোন মিল নেই। কারণ বুধবার (২ মার্চ) ইউক্রেনের সরকার বলেছে, রাশিয়ার সামরিক বাহিনীর ৫ হাজার ৪৮০ সৈন্য নিহত হয়েছে।

দিকে যুদ্ধের সপ্তম দিনেও ইউক্রেনে ব্যাপক সংঘর্ষ চলছে। এদিন দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে বিমান হামলা চালিয়েছে রুশ সেনারা। একইসঙ্গে দেশটির খারসন শহর দখলের দাবি করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানায় ইউক্রেন কতৃপক্ষ। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা। তবে রাশিয়া দাবি করেছে, অভিযানে ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত এবং প্রায় ৩ হাজার ৭০০ জন আহত হয়েছে।

সূত্র: বিবিসি

1 thought on “রুশ সেনাদের মৃত্যুর সংখ্যা জানাল অবশেষে রাশিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *