ভূঞাপুরে জাতীয় ভোটার দিবস উৎযাপন

টাঙ্গাইল প্রতিনিধিঃ
“মুজিব বর্ষের অঙ্গিকার, রক্ষা করব ভোটাধিকার” এ স্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় ভোটার দিবস উৎযাপন করা হয়েছে।
আজ বুধবার (২ মার্চ) সকালে ভোটার দিবসের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান। পরে নির্বাচন অফিসারের কার্যালয়ে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, সহকারি কমিশনার (ভূমি) মো. আলাউল ইসলাম, নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা, প্রকল্প বাস্তবায়নের কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক সহ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা বলেন, জাতীয় ভোটার দিবস উপলক্ষে আমরা দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছি। আজ সারাদিন নতুন ভোটার তৈরির কাজ করা হবে এবং স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
