6:11 AM, 13 November, 2025

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ সমাবেশ ও র‍্যালী!

Screenshot_20220302-111720_Facebook

টাঙ্গাইল প্রতিনিধিঃ
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ সমাবেশ ও র‍্যালী করেছে “সম্মিলিত সামাজিক আন্দোলন” টাঙ্গাইল জেলা শাখা।

মঙ্গলবার (১লা মার্চ) বেলা ১১টায় টাঙ্গাইল পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল ও র‌্যালিটি শুরু হয়।

পরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে র‌্যালিটি শেষ হয়। এরপর সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সদস্যরা।

সমাবেশে বক্তারা বলেন, দেশে দিন দিন চাল, ডাল, তেল, জ্বালানি তেল, গ্যাস, পানি ও বিদ্যুতসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে। যা সাধারণত মানুষদের ক্রয় ক্ষমতার বাইরে। তাই এসব জিনিসপত্রের দাম না বাড়িয়ে কমানোর জোর দাবি জানাচ্ছি।

এ ছাড়া সমাবেশে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় জাতীয় জাগরণ গড়ে তোলার দাবিতে সম্মিলিত সামাজিক আন্দোলনের কর্মসূচিও পালন করেন তারা।

সমাবেশে সম্মিলিত সামাজিক আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হাজী মুহাম্মদ সাজ্জাদুর রহমান খোশনবীশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হোসেনের সঞ্চলনায় বক্তব্য দেন- সংগঠনের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন, টাঙ্গাইল সদর উপজেলা শাখার সভাপতি লায়ন জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাইদুল ইসলাম মিন্টু, শিশু প্রতিভা বিকাশ সংগঠনের সভাপতি নিপু সিদ্দিকী, সাপ্তাহিক সময় তরঙ্গ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং সংগঠনের সদস্য হেমায়েত হোসেন হিমু, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি সোহেল সোহরাওয়ার্দী, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার সজীব রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা ডায়না প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *