3:23 AM, 13 November, 2025

সোনাইমুড়ীতে পিকআপ-সিএন‌জি সংঘ‌র্ষে নিহত বেড়ে ৪

image_750x_61d8156b38c66

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বজরা বাজারের মোটুবী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে ৮টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত তবারক উল্যাহর ছেলে মামুনুর রশিদ (৪০), একই এলাকার জসিম উদ্দিন (৪০), সিএনজিচালক পারভেজ (৩৫) এবং অপরজনের নাম ও জানা যায়নি।

জানা গেছে, গতকাল রোববার রাতে বেগমঞ্জের চৌমুহনী থেকে একটি পিকআপ সোনাইমুড়ীর দিকে যাচ্ছিল। পিকআপটি বেগমগঞ্জ-সোনাইমুড়ি সড়কের বজরা বাজারের মোটুবীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় সিএনজিচালকসহ চার জন গুরুতর আহত হন। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজিচালকসহ তিন জনকে মৃত ঘোষণা করেন। পরে রাত পৌনে ৯টার দিকে আহত অপর ব্যক্তিকেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী বলেন, নিহত তিন জনের পরিচয় জানা গেছে। অপরজনের পরিচয় জানার চেষ্টা করছি আমরা। দুর্ঘটনাকবলিত সিএনজি ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে এসেছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *