1:25 PM, 13 November, 2025

আগুন নেভাতে পানির সংকটে ফায়ার সার্ভিস

untitled-7_25

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করলেও পানির সংকটের কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে।

আগুন লাগার দুই ঘণ্টার মতো সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর কাজে অংশ নেন। একপর্যায়ে পানি সংকট দেখা দেয়ায় আগুন নেভানোর কাজ ব্যাহত হয়। বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের লাইভেও পানি সংকটের বিষয়টি প্রচার করা হচ্ছে।

তবে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন, আগে পানির সমস্যা ছিল। এখন আর নেই।

তিনি বলেন, আগুন যাতে পাশের ভবনগুলোতে ছড়িয়ে না পড়ে সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি।

বৃহস্পতিবার বেলা একটার দিকে এফ আর টাওয়ারটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। নৌবাহিনীর ফায়ার টিম ও বিমানবাহিনীর হেলিকপ্টারও উদ্ধার কাজে অংশ নিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *