বাসাইল উপজেলা আ.লীগের সম্মেলন: সভাপতি গাউজ ও সম্পাদক রাজিক

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সভাপতি পদে হাজী মতিয়ার রহমান গাউজ ও সাধারণ সম্পাদক পদে মির্জা রাজিককে নির্বাচিত করা হয়েছে।
গত রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।
ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র প্রেসিয়াম সদস্য মামুনুর রশিদ মামুন, টাঙ্গাইল-২ আসনের তানভীর হাসান ছোট মনির এমপি, বাসাইল-সখীপুর আসনের সাবেক এমপি অনুপম শাহজাহান জয়, আওয়ামীলীগের উপ-কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ প্রমুখ।
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অবস্থিত কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের ঢল নামে। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে দেখা দেয় টানটান উত্তেজনা। পুরো পৌর এলাকায় উত্তাপ্তের সৃষ্টি হয়। সম্মেলনস্থলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে শেষ পর্যন্ত স্বাভাবিকভাবেই সম্মেলন শেষ হয়।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১৫ সালের ১৯ এপ্রিল বাসাইল উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সময় সভাপতির পদ পান কাজী অলিদ ইসলাম ও সাধারণ সম্পাদকের পদ পান হাজী মতিয়ার রহমান গাউজ। গত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় কাজী অলিদ ইসলামকে সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। এরপর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামছুল আলম মাষ্টার।

Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?