9:50 PM, 12 November, 2025

একাদশ প্রজন্মের প্রসেসরের ল্যাপটপ নিয়ে এলো ওয়ালটন

download-1-8bc236ef5cae4adc18ab3de58a291641

একাদশ প্রজন্মের প্রসেসরযুক্ত তিন মডেলের নতুন ল্যাপটপ বাজারে ছাড়লো ওয়ালটন। ‘ট্যামারিন্ড এমএক্স১১’ সিরিজের ওই ল্যাপটপগুলো অত্যাধুনিক সব ফিচারে ভরপুর। মডেলভেদে ল্যাপটপগুলোতে ব্যবহৃত হয়েছে ইন্টেলের একাদশ প্রজন্মের কোরআই থ্রি থেকে কোরআই সেভেন প্রসেসর, ৮ গিগা র‌্যাম, দ্রুতগতির এসএসডিসহ অত্যাধুনিক সব ফিচার। সঙ্গে গ্রাহকের জন্য রয়েছে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম।

ল্যাপটপটির দাম ৮৪ হাজার ৫০০ টাকা।

এ প্রসঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. লিয়াকত আলী বলেন, মাল্টিটাক্সিং সুবিধা ও উন্নত ফিচারসমৃদ্ধ উচ্চমানের এই ল্যাপটপ প্রয়োজনীয় কাজ, গেম খেলা কিংবা বিনোদনে ব্যবহারকারীদের দেবে আরও বেশি গতিময় অভিজ্ঞতা।

1 thought on “একাদশ প্রজন্মের প্রসেসরের ল্যাপটপ নিয়ে এলো ওয়ালটন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *