দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ: বিএনপি

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বিএনপি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি এর স্থায়ী কমিটির সদস্য ড: খন্দকার মোশারফ হোসনে চৌধুরী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সকলের মধ্যে নাবিশ্বাস গড়ে উঠেছে।
তিনি বলেন, এ সরকারের অন্যায় অত্যাচার, এ সরকারের সিন্ডিকেট আজকে বাংলাদেশের জনগণের নাভিশ্বাসের কারণ হয়ে উঠেছে। তিনি বলেন, বাংলাদেশে এমন কোনো দ্রব্যমূল্য নেই যা সীমাহীন হারে বৃদ্ধি পায় নি। সে সমাবেশে বক্তব্য রাখেন মির্জা অব্বাস। তিনি বলেন, আমার পকেট কেটে দ্রব্যমূল্যের বৃদ্ধি করে জনগনের মধ্যে যে নাভিশ্বাস তৈরি করেছেন এ বিচার কী হবেনা মনে করেছেন? একদিন না একদিন এ বিচার হবে।
তিনি আরও বলেন বিএনপি তিন তিন বারের শাসন আমলে দ্রব্যমূল্য এরকম বেহায়ার মত বৃদ্ধি পায় নি। বিএনপি এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়াচ্ছেন আবার বলছেন ভর্তুকি দেওয়া লাগবে । তিনি বলেন, ভর্তুকি দেওয়া লাগবে না, চুরি বন্ধ করেন, লুট বন্ধ করেন ভর্তুকি দিতে হবে না। চুরি করছেন, লুট করছেন বলেই ভর্তুকি দিতে হয়।
