3:37 PM, 19 September, 2025

টিভি নাট্যকার আশরাফুজ্জামান বাবু’র দ্বিতীয় গ্রন্থ ‘ভাওয়াইয়া গানের পরানের বন্ধুরা’

Pic Ashrafuzzaman Babu

সাহিত্য ডেস্কঃ 

টিভি নাট্যকার আশরাফুজ্জামান বাবু’র দ্বিতীয় গ্রন্থ ‘ভাওয়াইয়া গানের পরানের বন্ধুরা’ (প্রথম খন্ড)। এবারের একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ‘বাবুই থেকে’। ভাওয়াইয়া গান বাংলা লোকসংগীত তথা বাংলা সঙ্গীতের একটি বিশিষ্ট ধারা । এই গান বাংলাদেশের উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুর-দিনাজপুর, জেলা, ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর কোচবিহার জেলা এবং আসামের গোয়ালপাড়া অঞ্চলের মাটি ও মানুষের হৃদয়ের গভীর থেকে উৎসারিত প্রাণের সঙ্গীত বা পরানের গান। তাই এই পরানের গান সংশ্লিষ্টদের অর্থাৎ ভাওয়াইয়া গানের গীতিকার, সুরকার, শিল্পী, সংগ্রাহক , সংগঠক ও গবেষকদের জীবনালেখ্য মূলক গ্রন্থ ‘ভাওয়াইয়া গানের পরানের বন্ধুরা’
এক গ্রন্থে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ভাওয়াইয়া সংশ্লিষ্ট ১৯০১ থেকে ১৯৯৯ সালের শতাধিক গুণীজনের ছবি ও জীবনালেখ্য লিপিবদ্ধ করার চেষ্টা করেছেন আশরাফুজ্জামান বাবু। গ্রন্থের মুদ্রিত মূল্য ৩০০ টাকা। ভাওয়াইয়া অঞ্চলের মানুষ আশরাফুজ্জামান বাবু। তার লেখা টেলিভিশনে প্রচারিত উল্লেখযোগ্য নাটক ও টেলিফিল্মগুলো হল ‘অযতন যতনে’, ‘গীত’, ‘মাটির মানুষ’, ‘ইচ্ছে পূরণ’, ‘সফল প্রেমিক’, ‘সদা সত্য বলিব’, ‘গ্রাম্য ডাক্তার’, ‘দারুন অফার ‘
তার প্রথম গ্রন্থ ‘মেঘের ফাঁকে’ প্রকাশিত হয় ২০১৭ সালে। রংপুর জেলার বদরগঞ্জের শাহাপুরে ২৮ ডিসেম্বর ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *