হাত নেড়ে বাঁচার আকুতি

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে আগুন লেগেছে। আজ ১২ টা ৫০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নেভানোর চেষ্টা করছে নৌবাহিনী, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস।
এদিকে, ভবনের ভেতর আটকা পড়েছেন অনেকে। জীবন রক্ষার্থে অনেকে ভবনের ছাদেও আশ্রয় নিয়েছে। ভবনের ভেতর থেকে অনেকে হাত নেড়ে সাহায্যের আবেদন করছে। অনেক ইন্টারনেট ক্যাবল ধরে নামার চেষ্ঠা করছে। বিমান বাহিনীর ২ টি হেলিকপ্টার উদ্ধার অভিযানে কাজ করছে।
পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। জানা গেছে ভবন থেকে লাফিয়ে পড়েছে ৩ জন। ধারনা করা হচ্ছে পাশের ভবনে আটকা পড়েছে কিছু মানুষ। তারাও সাহায্যের আবেদন করছেন। ভবনের সামনে সময় বাড়ার সাথে সাথে ভিতরে আটকার পড়া স্বজনেরা ভিড় করতে শুরু করেছে।
