অসহায় সাবিত্রি কর্মকারের শয্যা পাশে ডিসি

এম এ হাবিবুর রহমান,বরিশাল(জেলা)প্রতিনিধিঃ অসহায় বৃদ্ধা সাবিত্রি কর্মকারের হাতে অর্থ সহায়তা পৌঁছে দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক (ডিসি) জসীম উদ্দিন হায়দার। বৃহস্পতিবার ১২টায় নগরীর রূপাতলী গ্যাসটারবাইন এলাকার আশ্রয়দাতা রবিউল ইসলামের বাসায় গিয়ে ওই বৃদ্ধার হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন তিনি।
এ সময় জেলা প্রশাসক বলেন, আমরা কখনোই আসা করি না কোনো সন্তান তার মা-বাবাকে ফেলে রেখে যাবে। সাবিত্রি কর্মকার আমাদের জানিয়েছেন, তার বাড়ি বাকেরগঞ্জে। তার এক ভবঘুরে ছেলে রয়েছে। কিন্তু ছেলে কোথায় আছেন তা তিনি জানেন না। এখানে (রূপাতলী) তার ভাই এনে ফেলে রেখে গেছেন।
জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে অসহায় সাবিত্রি কর্মকারতে স্বজনরা ফেলে গেলেও রবিউল ইসলাম দীর্ঘ দিন ধরে তার দেখাশুনা করছেন, সেবাযত্ন করছেন। আজ সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ৫০ হাজার টাকা দিয়েছি। এছাড়া তার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, চিকিৎসা খরচ অর্থাৎ অসহায় সাবিত্রি কর্মকারকে জেলা প্রশাসন থেকে সব সহায়তা করা হবে।
এরপর বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনুর ভাড়া বাসায় যান জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।
