ইসি গঠনে দেরি হলেও শূন্যতা সৃষ্টি হবে না: আইনমন্ত্রী

মোঃ অলিউর রহমান লিমন, (প্রতিনিধি) ঢাকাঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হলেও আইন অনুযায়ী কোনো শূন্যতা সৃষ্টি হবে না।তিনি বলেন, আইন অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার সুযোগ নেই। আইনের মাধ্যমেই এটা বন্ধ হয়েছে। এখন একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের কাজ চলছে। সেখানে যারা নাম দেয়নি তাদের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি নই আমি।
আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে ইসি আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক এমন মন্তব্য করেন।
বীর মুক্তিযোদ্ধাদের ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (বাংলা পাঠ) এবং জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ এর মোড়ক উন্মোচন উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করে নির্বাচন কমিশন।
আগামীকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে-এ সময়ের মধ্যে নতুন কমিশন গঠিত না হলে আইনের ব্যত্যয় ঘটবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংবিধানে কিংবা আইনে এ ধরনের কোনো শূন্যতার কথা নেই। সে জন্য কাল এই কমিশনের মেয়াদ পূর্ণ হচ্ছে এবং তারপরও যদি নির্বাচন কমিশন গঠন করতে একটু বিলম্ব হয় তাহলে আইনে শূন্যতা হিসাবে গণ্য হবে না।
