9:58 PM, 12 November, 2025

অবশেষে দর্শক ফিরছে বিপিএলে

inbound2069399631446717701

স্পোর্টস ডেস্কঃ রোববার (১৩ ফেব্রুয়ারি) বিসিবির মিডিয়া ম্যানেজার তানভীর আহমেদ টিটু গণমাধ্যমকে জানান, আমরা বিপিএলে দর্শক ফেরানোর ব্যাপারে একমত হয়েছি। তবে অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে যেমন মাস্ক ও ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে আসতে হবে।

তবে তিনি জানান, ক্রিকেটপ্রেমীদের মাঠে বসে খেলা দেখতে হলে ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হবে। আমাদের আলাদা কোনো টিকিট বুথ থাকবে না। যেহেতু করোনার নতুন ঢেউ চলছে দেশে। টিকিটের বুথ করা হলে বিশৃঙ্খলা হবে, তাই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।

তবে টিকিটের ব্যাপারে তিনি আরও জানান, ফ্র্যাঞ্চাইজি বিসিবির কাছ থেকে টিকিট কিনে নেবে। এরপর তারা তাদের সমর্থকদের সেগুলো বিলি-বণ্টন করবে।

এ ছাড়া আরও জানান, সব মিলিয়ে চার-পাঁচ হাজার দর্শক স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবে। তবে পুরো স্টেডিয়ামেই ছড়িয়ে বসতে পারবে তারা।

অবশেষে বিপিএলে দর্শক ফিরলেও ডিআরএস থাকছে না নকআউট ও ফাইনালে। মিডিয়া ম্যানেজার টিটু জানান, ডিআরএসের সরঞ্জামাদি এসে পৌঁছেছে, তবে এগুলো মেনটেনেন্সের লোকবল না থাকায় আপাতত ডিআরএস ছাড়াই ম্যাচগুলো চলবে। তবে আফগানিস্তান সিরিজে ডিআরএস থাকার সম্ভাবনা আছে।

গত বছরের পাকিস্তান সিরিজের মধ্য দিয়ে ২০ মাস পর স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ হয় ক্রিকেটপ্রেমীদের। আশা ছিল, চলতি বিপিএলের শুরু থেকেই মাঠে বসে খেলা দেখতে পারবে দর্শকরা। কিন্তু করোনার প্রকোপের জন্য তা সম্ভব হয়নি। তবে প্লে অফ এবং ফাইনালে দর্শক সেই আশা পূরণ হচ্ছে।

এর আগে জানা যায়, শেষ চার ম্যাচে কমপক্ষে ৫০ শতাংশ দর্শক দেখতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান শেখ সোহেল বলেছিলেন, ‘আমাদের দর্শকরা বঞ্চিত হচ্ছে, তারাও আসলে চায় মাঠে বসে খেলা উপভোগ করতে। কিন্তু করোনা পরিস্থিতি আমলে নিয়ে আমরা বিপিএলে দর্শক অনুমোদন দিইনি। কিন্তু এবার চাচ্ছি প্লে-অফ, ফাইনালে দর্শক থাকুক।’

১৪ ফেব্রুয়ারিতে শেরেবাংলায় গড়াবে বিপিএলের এলিমিনেটর ম্যাচ। এই ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে প্লে অফ রাউন্ড। একই দিন বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার। ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আর ১৮ ফেব্রুয়ারি মাঠে গড়াবে বিপিএলের এবারের আসরের ফাইনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *