কবি সাজ্জাদুল বারী’র কবিতা ” আবাদ “

আবাদ — সাজ্জাদুল বারী বহুদিন পরে স্মৃতির তামাটে পাণ্ডুলিপি খুলে দেখি তোমার অন্তর্ধানে যৎসামান্য কান্না অবশিষ্ট আছে ভাবছি এবার পৌষ সংক্রান্তিতে সোল্লাসে কাঁদবো। শুদ্ধ ভাষায় যাকে বলে সমূলে উৎপাটন করে কাঁদা ততদিনে যন্ত্রণার সে চারাটি মহীরূহে পরিণত হবে ফেরারির একাকিত্ব ঘোচাতে অশ্লীল কান্নাইতো শ্রেয়। জানি প্রণয় সাগরের ঘোলাজল আর স্বচ্ছ হবে না অস্পৃশ্য সুখগুলো যেন প্রতিনিয়ত হচ্ছে দীর্ঘশ্বাস; ঘরভাঙা চাষির মতো যন্ত্রণার আবাদ করে যাচ্ছি ধরণীতে যেন বেলাশেষে শান্তির মুখোমুখি হই।
