চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

মো: অলিউর রহমান লিমন, ঢাকাঃ
গত ২৮ জানুয়ারি ২০২২ ইং তারিখে চলচ্চিত্র সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নির্বাচনের সভাপতি হিসেবে বিজয়ী হন সবার প্রিয় ইলিয়াস কাঞ্চন। সাধারণ সম্পাদক হিসেবে প্রথম অবস্থায় জায়েদ খান নির্বাচিত হলেও পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগগুলো সত্যতা প্রমাণ পাওয়ায় ৫ই ফেব্রুয়ারী শনিবার আপিল বিভাগের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।
আজ বিকাল পাঁচটায় বিদায়ী সভাপতি মিশা সওদাগর শপথবাক্য পাঠ করালেন নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে এবং ইলিয়াস কাঞ্চন তার পুরো টিমকে শপথ বাক্য পাঠ করান।এ সময় অনুপস্থিত ছিলেন মিশা-জায়েদ প্যানেল এর জায়েদ খান।
শপথ শেষে সকলের উদ্দেশ্যে মিশা সওদাগর বলেন, শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে মালা বদল এর পালা, সদস্যগণ যাকে রায় দেবেন তাকেই মালা পড়ানো হবে।
মিশা সওদাগর আরো বলেন, আজকে থেকে যিনি সভাপতি হচ্ছেন তাকে অনুরোধ করব যে আপনি সবাইকে নিয়ে আপনার টোটাল ২১ জনকে নিয়েই এমন কাজ করবেন এমন দৃষ্টি স্থাপন করবেন যেটি পূর্বে হয়নি।
সর্বশেষ মিশা সওদাগর বলেন যে আমি বিশ্বাস করি আপনি (ইলিয়াস কাঞ্চন) আলোকিত মানুষ আপনার আলোয় আলোকিত হবে টোটাল ইন্ডাস্ট্রি এবং সে জায়গা থেকে আমার অনঢ় বিশ্বাস যে আপনি এটা করতে পারবেন।
