9:59 PM, 12 November, 2025

ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে বাসের সংঘর্ষ

inbound8885009173684523849

অলিউর রহমান লিমনঃ

আজ বিকাল আনুমানিক ৪ টা ৩০ মিনিটে ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে একটি দূর্ঘটনা ঘটে।

দূরপাল্লার বাস শরীয়তপুর পরিবহন সিটিং সার্ভিস রাইদা পরিবহন কে ধাক্কা মারে।  দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়।  কোন যাত্রী কোনোপ্রকার ক্ষতির সম্মুখীন  হয়নি। ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর সাধারণ জনগণকে জিজ্ঞেস করে জানা যায় যে, শরীয়তপুর পরিবহনটি রাইদা পরিবহন কে ধাক্কা মারে। এর ফলে রাইদা পরিবহন এর পিছনের অংশ নষ্ট হয়ে যায় এবং শরীয়তপুর পরিবহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার পনেরো মিনিটের মধ্যে শ্যামপুর থানার সাব-ইন্সপেক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সমাধান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *