দেবীগঞ্জ জেলায় চলছে ভোট গ্রহণ

কাজী সাইফুল, পঞ্চগড় প্রতিনিধিঃ
দেবীগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নে আজ সোমবার (৩১ জানুয়ারী ) সকাল ৮ থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়েছে । ১৮ টি ভোট কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চলছে। ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন বিকাল ৪ টা পর্যন্ত।
শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। তবে সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও , বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে মনে করছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী এবং ভোট গ্রহণের সাথে সংশ্লিষ্টরা।
নির্বাচনে দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন, মেম্বার পদে ৭৩ জন এবং সংরক্ষিত মহিলা পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট , পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
