3:30 AM, 13 November, 2025

মোঃ সফিকুল ইসলাম শরীফের সমকালীন কাব্য ” যুগের পৃথিবী “

inbound7433348857909760892

যুগের পৃথিবী
মোঃ সফিকুল ইসলাম শরীফ

আগ্নেয়গিরির লাভার মতো পৃথিবীর প্রাণীগুলো
হঠাৎ হঠাৎই জ্বলে উঠছে হিংস্রতার মুখোশে।
ক্ষুদার্থ প্রাণীগুলো জাতি ভাইদের গোস্ত ছিঁড়ে খাচ্ছে-
কারণে অকারণে, গোপনে, প্রকাশে।

এ যুগের ইতিহাস রচয়িতার কলমের কালিও লাল। 
সভ্যতার ইতিহাস রচনায়, তারা লজ্জিত।
সভ্যতার স্বর্ণযুগের ইতিহাসে ফুটে ওঠে আর্তনাদ, 
জাতি কালো ছায়ায় নিমজ্জিত।

এ যুগে দুপায়ের প্রাণীদের হিংস্রতা চতুষ্পদেরও উপরে, 
বুদ্ধিদীপ্ত লোভী ও হিংস্র। 
তারা পিঁপড়ার দামে প্রাণ বেঁচে খায়, তারা অযোগ্য, সম্ভ্রান্ত;
তাদের অঢেল প্রাচুর্য।

পৃথিবীর বুকে পা রেখে, পৃথিবী ধ্বংসের ফন্দিতে, 
এ যুগের ভারী তোড়জোর। 
বুঝেনা তারা পৃথিবী হারালে, হারাবে দু'চোখ , 
স্বপ্নমাখা নতুন দিনের, নতুন কোনো ভোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *