সৌদিআরবে ১১ বাংলাদেশী নিহত,আহত ৪

মোঃওমর ফারুক,সৌদিআরব
সৌদি আরবের সাগরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
আজ বৃহস্পতিবার (২ মে) সকালে রাজধানী রিয়াদ থেকে একশত কিলোমিটার দূরের শহর সাগরাতে যাবার সময় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, সাগরা প্রবেশ পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়। গাড়িতে ড্রাইভারসহ মোট ১৭ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। ১১ জন নিহত হবার খবর নিশ্চিত করেছে সাগরা জেনারেল হাসপাতাল।
গাড়িতে থাকা আরও ৪ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন । ২ জন আশঙ্কামুক্ত থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে ।
