দেবীগঞ্জের দেবীডুবা ইউনিয়নবাসী সালাম জানিয়েছেন জাকির

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৯নং দেবীডুবা ইউনিয়নে এবার চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বিএনপি নেতা জাকির হোসেন মিন্টু। তিনি ইউনিয়নবাসীকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।
পেশায় এগ্রো বিজনেস পরিচালক জাকির হোসেন মিন্টু একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রহমান তুলার মেজো ভাই মরহুম হাফিজ উদ্দীনের বড় ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলীয় মনোনয়ন পেলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন তিনি।
জাকির হোসেন মিন্টু বলেন, আমি জন্মগত ভাবে এই দলের সঙ্গে সম্পৃক্ত। শহীদ জিয়ার আদর্শকে ধারন করেই এই দলের সাথে ছিলাম, আছি এবং থাকবো। আমার শুরুটা হয় ছাত্র রাজনীতি থেকেই। আমি দীর্ঘদিন ৯নং দেবীডুবা ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম এবাং তা নিষ্ঠার সহিত পালন করেছি। এর পর মুল দলের ইউনিয়ন কমিটির সদস্য পদ লাভ করি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার প্রিয় দল বিএনপি যদি আমাকে দলীয় মনোনয়ন দেন তাহলে দলের স্বার্থে আমি প্রার্থী হয়ে এই অবহেলিত ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই।
আমি নির্বাচিত হলে সর্বপ্রথম ইউনিয়েনের কৃষকদের উন্নয়নে কাজ করবো যেহেতু আমি একজন ডিপ্লোমা কৃষিবিদ। আমি একজন এগ্রিবিজনেস কোম্পানির পরিচালক। সে অর্থে এই ইউনিয়নকে একটি মডেল কৃষি ভিত্তিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সক্রিয় ভূমিকা থাকবে। সর্বোপরি দলমত নির্বিশেষে ইউনিয়নের সকল জনগনকে নিয়ে কাজ করবো। আমি জনতার চেয়ারম্যান হতে চাই।
