9:52 PM, 12 November, 2025

পঞ্চগড়ে করতোয়া নদী থেকে মর্টার শেল উদ্ধার

received_1707917299418290

পঞ্চগড় জেলা শহরের করতোয়া নদী থেকে বালু উত্তোলনের সময় একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (৩০ আগস্ট) দুপুরে পঞ্চগড় পৌরসভার সিএন্ডবি মোড় এলাকায় করতোয়া নদী থেকে ওই মর্টার শেলটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত মর্টার শেলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যবহার হয়ে থাকতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় শহরের সিএন্ডবি মোড় এলাকার আব্দুর রাজ্জাক ও রহমত আলী নামে দুই পাথর শ্রমিক করতোয়া নদীতে বালি উত্তোলনের কাজ করতে যান।
এসময় পানির নিচে বালি উত্তোলনের সময় বালির তলঘেষে একটি পুরোনো লোহার দন্ডের মতো দেখতে পান। পরে তারা বালির তল থেকে থেকে সেটি উপরে তুলে সিএন্ডবি মোড় এলাকায় নিয়ে যায়।

এদিকে বিষয়টি টের পেয়ে তৌহিদুল ইসলাম নামে এক ব্যাক্তি পঞ্চগড় সদর থানায় খবর দেয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া সেই লোহার দন্ডটিকে মর্টার শেল হিসাবে নিশ্চিত করে এবং মর্টার শেলটি উদ্ধার করে তারা পরে নিরাপদ স্থানে নিয়ে নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া পিপিএম জানান, আমরা খবর পেয়ে মর্টার শেলটি উদ্ধার করে বালুর বেষ্টনী দিয়ে কর্ডন করে রেখেছি (ক্রাইম সিন)।
বিষয়টি সৈয়দপুর সেনানিবাসে জানানো হয়েছে।
সেনাবাহিনীর বোম ডিজপোজাল ইউনিট এসে এটি ধ্বংসের ব্যবস্থা করবে বলে জানা তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *