6:39 AM, 13 November, 2025

ঘূর্ণিঝড় ফনির প্রভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

index

মোঃ জাহাঙ্গীর আলম

মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ

ঘূর্ণিঝড় ফনির প্রভাবে আগাম প্রস্তুতি হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২ই মে) বিকালে সোয়া ৪টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।

তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ফেরির মাধ্যমেই যাত্রীরা পারাপার হচ্ছেন। কিন্তু আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি না থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডবিউটিএø) আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদ হোসেন জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।