10:05 PM, 12 November, 2025

মুরাদনগরে সাংবাদিক আব্দুল আউয়াল সরকারের স্মরণ সভা অনুষ্ঠিত

muradnagar cumilla 17-07-2021 pc

মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি আব্দুল আউয়াল সরকার এবং সাংবাদিক সাজ্জাদ হোসেন শিমুলের মায়ের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এশার নামাযের পর মুরাদনগর উপজেলার স্থানীয় সংবাদ কর্মীদের আয়োজনে সদরের ‘ক্যাফে দানাসে’ এ স্মরণ সভা হয়।
দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় ও মুরাদনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানব কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহবুব আলম আরিফের সভাপতিত্বে স্মরণসভায় সাংবাদিক আব্দুল আউয়ালের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন দৈনিক আলোকিত সকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম, দৈনিক সবুজ নিশান পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহফুজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন– দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক গণকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ রাসেল মিয়া, দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি এমএইচ শুভ, দৈনিক একুশে সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আরিফ গাজী প্রমুখ।
স্মরণ সভার শুরুতেই কোরআন তিলাওয়াত করেন কাজিয়াতল দক্ষিণ পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোস্তাফিজুর রহমান ও পরে মোনাজাত পরিচালনা করেন কুড়াখাল কুরুন্ডী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আ.ন.ম জসিম উদ্দিন ভূইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *