11:15 PM, 12 November, 2025

কোপা’র ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কোন দল?

3

কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে দুই চিরপ্রতিদ্বন্ধী ব্রাজিল ও আর্জেন্টিনা। আসরের প্রথম সেমি-ফাইনালে পেরুকে ১-০ গোলে হারায় ব্রাজিল আর দ্বিতীয় সেমি-ফাইনালে কলম্বিয়াকে আর্জেন্টিনা হারায় টাই-ব্রেকারে।

এ নিয়ে দুই দলের দশমবারের মতো দেখা হতে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনালে। ২বারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ও ৫বারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের মধ্যে কোপা আমেরিকায় লড়াইয়ে এগিয়ে আর্জেন্টিনা। এর আগে নয়বারের দেখায় ফাইনালে দুইবার আর্জেন্টিনাকে হারায় ব্রাজিল।

এছাড়া এখন পর্যন্ত কোপায় ১৪বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা, বিপরীতে ব্রাজিল জিতেছে ৯ বার। কোপা আমেরিকার ফাইনালে দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে। সেবার ৩-০ গোলে জয় পায় ব্রাজিল। এর আগের আসরে ২০০৪ সালে টাই-ব্রেকারে জিতে ব্রাজিল।

আন্তর্জাতিক ফুটবলে দুই দলের মোট দেখা ১০৭ ম্যাচে। যেখানে ব্রাজিলের জয় ৪৮ ম্যাচে আর ৩৪টি ম্যাচে জয় পায় আর্জেন্টিনা। ড্র হয় ২৫টি ম্যাচ। সবশেষ ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে যদিও আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে দেয় ব্রাজিল।

দেখে নেয়া যাক কোপা আমেরিকার ফাইনালে দুই দলের দেখায় কারা এগিয়ে-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *