ফিফটি ফিফটি লড়াই হবে ইতালি-স্পেন

শেষের পথে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই। দাগ টানা হয়ে গেছে ৫১ ম্যাচের ৪৮টিতেই। ছোট হয়ে এসেছে আসর, সংক্ষিপ্ত হয়েছে প্রাপ্তির তালিকা। শেষবেলায় এবার হিসাব মিলিয়ে নেওয়ার পালা, কার হাতে উঠতে যাচ্ছে মহাদেশীয় শিরোপা।এবারের ইউরোর একেবারে প্রথম পর্ব থেকে দাপট দেখিয়ে সেমিফাইনালের মঞ্চে উঠেছে ইতালি। প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দিয়েছে গ্রুপপর্ব থেকেই। নকআউটে অস্ট্রিয়া আর বেলজিয়াম কঠিন পরীক্ষা নিলেও মানচিনি শিষ্যরা ছিলেন জয়ের কক্ষপথে।
দু-একটি ম্যাচ বাদ দিলে কম যায়নি স্পেনও। যে লড়াইগুলো গেল কয়েক সপ্তাহ ধরে বুঁদ করে রেখেছে ভক্তদের। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তরাও নির্ঘুম রাত কাটাচ্ছেন। লিগে খেলা চলমান থাকলেও ম্যাচ মিস করেননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার বিবেচনায় এই ম্যাচটা হতে যাচ্ছে এবারের আসরের অন্যতম সেরা!তিনি জানান, ‘ইতালি স্পেন সবাই দারুণ খেলেছে এবার। যোগ্য দল হিসেবেই জায়গা করেছে সেমিফাইনালে। আমি মনে করি, অসাধারণ একটি লড়াই হবে এই ম্যাচে।’
জমজমাট ম্যাচ বললেও জামাল মনে করেন, রবার্তো মানিচিনির এই দলটা কমপ্যাক্ট। ফরোয়ার্ড লাইনে ইমোবিলে, ইনসিনিয়ে ত্রাস ছড়াচ্ছেন প্রতিপক্ষের রক্ষণে। আর ডিফেন্স লাইনে বোনুচ্চি-ক্রিয়েল্লিনিদের দুর্গ ভাঙা যে কারো জন্যই কষ্টসাপেক্ষ। একটা জায়গায় ইতালি এগিয়ে। সেটা হচ্ছে রক্ষণ। এটা আপনাকে মানতেই হবে। তবে স্পেন যদি নিজেদের সেরা খেলাটা উপহার দিতে পারে যে কোনো কিছুই সম্ভব।সেমির লড়াই নিয়ে কথা বললেও অবধারিতভাবেই হিসাব চলে আসে ফাইনালের, শিরোপার। তবে সেটাও কষেছেন বাংলার কাপ্তান। আর অবশ্যই সেটা তার শৈশব-কৈশোরের দেশ ডেনমার্কের পক্ষে!
