নবাব ও উজিরের দাম ২০ লাখ

২০ লাখে 'নবাব দম্পতি'

এই মৌসুমে মাদারীপুরে কোরবানির হাটে সবচেয়ে বেশি দাম হাঁকানো ষাঁড় ‘নবাব’। ওজন তার ৩৪ মণ। উচ্চতা ৬ ফুট, আর লম্বা ১০ ফুট। নবাব-এর সঙ্গী হয়েছে ১৬ মণ ওজনের ” উজির”। রাজৈরের হাফিজুর রহমান শেখ ও আছিয়া বেগম দম্পতি এ ষাঁড় দুইটিকে ২০ লাখ টাকায় বিক্রির আশা। প্রতিদিন ৪ বেলা নবাব ও উজিরের খাবারের পেছনে খরচ হচ্ছে দেড় থেকে দুই হাজার টাকা। প্রতিদিন খাবার খাচ্ছে প্রায় ২৫ কেজির বেশি। তাদের যত্নে বেড়েছে খামারের শ্রমিকদের ব্যস্ততাও।
আসছে কোরবানির হাট ধরতে নবাবকে ৪ বছর ধরে পরম যত্নে তৈরি করা হচ্ছে। হাফিজুর রহমান শেখ ও আছিয়া বেগম ২০১৭ সালের জানুয়ারিতে ব্যক্তি উদ্যোগে নিজ বাড়ি মাদারীপুরের রাজৈরের শাখারপাড়ে গড়ে তুলেন নুসাইবা ডেইরি ফার্ম নামের গরুর খামার। তারা জানান, ৪ বছর আগে এক লাখ ১৮ হাজার টাকায় নবাব ও ৮০ হাজার টাকায় উজিরকে কেনা হয়েছে। তাদের লালন পালন করতে নেওয়া হয়েছে কয়েক লাখ টাকা ব্যাংকঋণও।
ইতোমধ্যে নবাব ও উজিরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খামার মালিকের পক্ষ থেকে অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হয়েছে বিক্রির জন্য। আসতে শুরু করেছেন ক্রেতারাও।