10:00 PM, 12 November, 2025

রুহিয়ায় বেড়েছে জ্বর,মিলছে না ঔষধ

Screenshot_20210703-214932_Messenger
ফারুক হোসেন, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঋতু পরিবর্তনের সাথে দিন দিন বেড়েই চলছে জ্বরের প্রাদুর্ভাব। ছোট বড় সকলের মাঝে করোনা ভাইরাসের আতঙ্ক বিরাজ করছে।
রুহিয়ার ফয়েজ, সহিদুল, রশিদুল, রুস্তম সহ অনেকে জানান, বর্তমান দিনদিন জ্বর,সর্দি, কাশি বেড়ে চলছে। প্রাথমিক চিকিৎসা হিসেবে  আমরা প্যারাসিটামল, নাপা জাতীয় ট্যাবলেট খেয়ে থাকি।
বেশ কিছুদিন থেকে রুহিয়ায় ফার্মেসীগুলোতে  মিলছে না প্যারাসিটামল, নাপা ট্যাবলেটসহ এই গ্রুপের অন্য কোনো কোম্পানীর ঔষধ। ফলে বাধ‌্য হয়ে অন‌্য কোম্পানীর নিম্নমানের ঔষধ ক্রয় করতে হচ্ছে।
এ বিষয়ে ফার্মেসীর মালিকদের কাছে জানতে চাইলে তারা বলেন, ছোটবড় দোকানভেদে কিছু ঔষধ পাওয়া যাচ্ছে। আমাদের চাহিদার তুলনায় কোম্পানীগুলো আমাদের ঔষধ সরবরাহ করতে পারছে না। বিশেষ করে নাপা ট্যাবলেট, নাপা সিরাপ, এইচ ট্যাবলেট ও এইচ সিরাপ এর চাহিদা অন্য যেকোন সময়ের তুলনায় কয়েকগুণ বেড়ে গেছে। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ‘প্যারাসিটামল’ গ্রুপের ঔষধ প্রথম সারির প্রায় সকল কোম্পানীর সরবরাহ নেই বললেই চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *