হোমনায় সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

কুমিল্লার হোমনা উপজেলায় বিষধর সাপের কামড়ে তামিম (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তামিম (১৮) চান্দেরচর গ্রামের আক্তার হোসেনের মেঝ ছেলে। সে রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
নিহতের পিতা আক্তার হোসেন জানান, তামিম প্রতিদিনের ন্যায় বৈঠক ঘরে পড়ার টেবিলে লেখাপড়া করতেছিল। সন্ধ্যা সাড়ে সাতটার সময় টেবিলের নিচে পা রেখে পড়ার সময় তার পায়ের আঙ্গুলে বিষধর সাপে দংশন করলে, পরে তাকে আছাদপুর ইউনিয়নের পাথালিয়া কান্দি গ্রামের হযরত জোহর আলী মুন্সির মাজারে নিয়ে গেলে ওই কবিরাজ চিকিৎসা দেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়।
