2:18 AM, 13 November, 2025

কবি বিধান সান্যাল সুমনের কবিতা ” কথা রাখা “

USER_SCOPED_TEMP_DATA_orca-image-1624462925892_6813491347922185324

কথা রাখা
বিধান সান্যাল সুমন

কথা দেয় অনেকেই,রাখে বলো কয়জন,
দিলে কথা রাখাটা,বড় বেশি প্রয়োজন।
বেকারের ভরসা,কথা দিছে বড় ভাই,
‘আমি আছি,ভয় কি!চাকরিটা হবে তাই।’
দিন,মাস শেষে তার বাড়ে শুধু হতাশা,
‘বড় ভাই’ পর হয়,ছেড়ে দেয় সে আশা।
বড় বস কথা দেয়,’দেখি কি করা যায়,
বেতন তো বাড়াবো,আছি বেশ ঝামেলায়!’
কথা দেয় বাড়াবেই,টার্গেট পূরণে,
বহুকাজে ভুলে যায়,রাখে কি তা স্মরণে!
মন প্রাণ দেওয়া শেষে,প্রেমিক আর প্রেমিকা,
‘পারবো না থাকতে,তোমাকে ছেড়ে একা।’
অবশেষে একদিন,দুইদিকে দু’জনায়,
কথা শুধু কথা হয়ে,বাতাসেই মিলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *