9:58 PM, 12 November, 2025

এবার ছিটকে গেলেন মুশফিক

resize-350x230x0x0-image-135689-1624363347

জিম্বাবুয়ে সফরের আগে বাংলাদেশ দলের জন্য একের পর এক দুসংবাদ আসছে। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টিতে চোটের কবলে পড়ছেন একাধিক তারকা ক্রিকেটার। এবার যোগ হলো মুশফিকুর রহিমের নাম।

সুপার লিগ পর্ব থেকে ছিটকে গেলেন আবাহনী লিমিটেডের দলনেতা। মঙ্গলবার (২২ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুশফিকের বাম হাতের ইনডেক্স ফিঙ্গারে তথা তর্জনীতে সূক্ষ্ম চিড় ধরা পড়েছে। আপাতত সপ্তাহ খানেক বিশ্রামে থাকতে হবে তাই।

সোমবার (২১ জুন) সুপার লিগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয়েছিল আবাহনী। ওই ম্যাচে চোট পেলেও খেলা চালিয়ে যান মুশফিক। ম্যাচের পর এমআরআই করে ফ্যাকচার পাওয়া গেছে অভিজ্ঞ এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের।

এদিকে ডিপিএলের ম্যাচ খেলে এর আগেই চোটে পড়ছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদে। দুইজন ছিটকে যান সুপার লিগ থেকে।

ডান হাঁটুতে ব্যথা নিয়ে প্রাইম ব্যাংকের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলছিলেন তামিম। চোট গুরুতর হয়ে পড়ায় টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।

অন্যদিকে মোহামেডানের হয়ে ডিপিএলে অংশ নেয়া তাসকিন আহমেদ ফিল্ডিং করতে হাতে চোট পান। এতটাই গুরুতর ছিল যে ছয়টি সেলাইও করতে হয় এই পেসারের। তারকা পেসারের সেরে উঠতে আরও সময়ের প্রয়োজন বলে জানিয়েছে চিকিৎসকরা।

আগামী ২৮ জুন জিম্বাবুয়ে সফরে লাল-সবুজরা। ১টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টিতে অংশ নিবে সফরকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *