9:56 PM, 12 November, 2025

১৮ হাজার কেজির বোমা ফাটালো যুক্তরাষ্ট্র

resize-350x230x0x0-image-135690-1624363409

যদি যুদ্ধ পরিস্থিতির তৈরি হয় তা হলে তা মোকাবিলা করতে কি নৌবাহিনী প্রস্তুত? সম্প্রতি সেই শক্তিই পরীক্ষা করে দেখলো যুক্তরাষ্ট্র।

আটলান্টিক মহাসাগরের অতলে ১৮ হাজার কেজির বোমা ফাটিয়ে সেই মহড়াই সম্পূর্ণ করেছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ জেরাল্ড আর ফোর্ড (সিভিএন ৭৮)।

এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, পূর্ব উপকূলে এই শক্তি পরীক্ষা করা হয়েছে। তবে সামুদ্রিক জীবন এবং পরিবেশের কথা মাথায় রেখে সব সুরক্ষা নিয়েই এই শক্তি পরীক্ষা করা হয়েছে বলেও জানায় তারা।

১৮ হাজার কেজির বোমা ফাটলে তার তীব্রতা কতটা ভয়াবহ হতে পারে, সেই দৃশ্যই ধরা পড়েছে মার্কিন নৌবাহিনীর ক্যামেরায়।

যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এই বোমা শত্রুপক্ষের শিবিরে কতটা শক্তিতে আঘাত হানতে পারে, এই দৃশ্য থেকেই তা আন্দাজ করে নিতে পারবেন যে কেউ। এর আগেও এই ধরনের মহড়া চালানো হয়েছিল। সেটা ২০০৮ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *