9:52 PM, 12 November, 2025

আমি হতাশ নই, বিশ্বসী- মারুনা রাহী রিমি

FB_IMG_1624295080051

মনে পড়ে যায়, সমাজকর্মে মাস্টার্স এর ফিল্ডওয়ার্ক করেছিলাম মিরপুর ১১ নাম্বার মনোরোগ ক্লিনিকে। স্যার ডাঃ হেদায়েতুল ইসলাম স্যারের আন্ডারে কাজ করা কালীন স্যারকে একবার প্রশ্ন করি যে, স্যার আমি কোন কিছুতেই ভয় পাই না। এটা কি কোন মানসিক সমস্যার মধ্যে পড়ে?” স্যার বলেছিলেন, ভয় কোন না কোন কিছুতে আমার অবশ্যই আছে। হয়তো আমি এখন সেটা বুঝতে পারছি না।

নিজের সেই প্রশ্নের জবাব নিজে থেকেই বের করে নিয়েছিলাম।

বরাবরই আমার ভরসা একমাত্র আল্লাহর উপরেই ছিল, আছে। তাই হয়তো আমার ডর-ভয় বলতে গেলে নাই ই। সব সময় মনে হয়, যা হবার হবে। আল্লাহ যা করেন তার পেছনে হয়তো ভাল কিছুই লেখা আছে। কে জানে একটু খারাপ দিয়ে হয়তো বড় কোন খারাপ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন।

এই জন্যেই আমি কখনও মানুষের বা সমাজের বা কোন কিছুর ধার ধারি না। কে কি ভাবলো বা কে কি বলে বেড়ালো সেটাও পাত্তা দেই না। বহু মানুষ আমাকে ভুল বোঝে, আমাকে নিয়ে ভুল ও মিথ্যা প্রচার করে। সুযোগ হলে কখনও ক্লিয়ার করার চেষ্টা করি তথ্য প্রমানের সাথে। না হলে পাত্তাই দেই না। কারন আমি একদম নিশ্চিত যে, আসল জায়গায় কোন কিছুই লুকায়িত নেই। সেখানে আমাকে কিছু প্রমান করার প্রয়োজন ই নাই। সেখানে আমি ক্লিয়ার থাকলেই হল। আমার আর কিছুই লাগবে না।

তাই আমি কোন কিছুকেই ভয় করি না। বিশেষ করে মানুষের ধারনা, কথা, অপবাদ ইত্যাদি ইত্যাদিকে। মনে হয়, যার যা ভাবার ভাবতে থাকুক। আমার নিজের কাছে ও আল্লাহর কাছে আমি পরিস্কার থাকলেই আমার জন্য যথেষ্ট।

আজও বহু মানুষের আমাকে নিয়ে হাজারো ভুল ধারনা। অসংখ্য মানষ আমাকে ভুল বুঝছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, পিঠ পিছে গালি গালাজ করছে, আমাকে নিয়ে নানা মিথ্যা ছড়াচ্ছে, আমাকে একঘরে করে দিয়ে মনে করছে আমারই হয়তো দুনিয়ার সমস্যা। তাই বুঝি আমি আজ একা, আমার পরিবার বলে কিছু নাই।

তাদের মত ভুলের সাগরে হয়তো কেউ নাই। কেননা, আজ আমার হয়তো কেউ নাই, হয়তো আমি একা, হয়তো মানুষের কাছে দোষী, পাগল, অপরাধী, পাপী। কিন্তু স্বয়ং আল্লাহর কাছে আমি কি সেটা আমার জন্য ম্যাটার করে।

তাই আমি নিজের দায়িত্বটুকু পালন করে ভুলেই গেছি আমার প্রতি মানুষের দায়িত্বগুলোর যা তারা পালন করছে না। হিসাব কিন্তু সবার হচ্ছে সেও আবার জায়গা মত। পৃথিবীর আদালতের প্রতি আমার কোন আস্থাও নাই। কারন এখন আইনও টাকা ও ক্ষমতা দিয়ে কেনা যায়। উপরের আদালতে টাকা বা ক্ষমতার কোন জায়গা নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *