9:56 PM, 12 November, 2025

পঞ্চগড়ে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে শিক্ষিকার মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আফরোজ আক্তার (৪০) নামে এক নারী শিক্ষিকার মৃত্যু হয়েছে।
জানা গেছে আফরোজা আক্তারের বাড়ি দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের খাগড়া বাড়ি(হাজীপাড়া)গ্রামের বাসিন্দা ছিলেন।তিনি খারিজা ভাজনী দাখিল মাদরাসায় সহকারী শিক্ষিকা।
গত ১৪ই জুন নারী শিক্ষিকার দেহে জ্বর সর্দী হলে পরিবারের নমুনা সংগ্রহ করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত ১৬ই জুন নারী শিক্ষিকার করোনার রিপোর্ট পজিটিভ পাওয়া যায় এবং বাকীদের নেগেটিভ এসেছে। এদিকে করোনা আক্রান্ত হয়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. মো: ফজলুর রহমান। তিনি আরও জানিয়েছেন পঞ্চগড়ে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ২১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *