পঞ্চগড়ে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তার জরিমানা

মেয়াদ উত্তির্ণ ঔষধ বিক্রয় ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করার ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (২৫ মে) দুপুরের পর পঞ্চগড় সদর উপজেলার তেঁতুলিয়া রোড এলাকায় অভিযান পরিচালনা এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
পরেশ চন্দ্র বর্মন জানান, বাজার তদারকি অভিযান পরিচালনা কালে ২টি ফার্মেসীতে মেয়াদ উত্তির্ণ ঔষুধ বিক্রি করার দায়ে পৃথক ভাবে ২ হাজার টাকা ও বিসমিল্লাহ নামে একটি হোটেলকে ৫ হাজারসহ মোট ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমা আরোপ ও আদায় করা হয়।
