কবি রেহনুমা লাবণ্য’র কবিতাঃফিলিস্তিনি অস্ত্র

জন্মের পরে বড় হওয়ার স্বপ্নের চেয়ে
বড় হয়ে দাড়িয়েছে বেঁচে থাকার যুদ্ধ
যেখানে বারবার বিস্ফোরিত বোমা বর্ষণে
ধ্বংস হয়ে যাচ্ছে জীবন,শিশুর স্বপ্ন
তাদের আর্তনাদে ঝড়ে অস্ত্র।
তারা রক্তের গন্ধে পায় জান্নাতের সুঘ্রাণ
যেই শরীরের রক্ত ঝড়ে আল্লাহর নামে
সেখানে মৃত্যুর মিছিলে
প্রতিটি জীবন এখন এক-একটা অস্ত্র।
তারা হাঁটতে না শিখে
যুদ্ধ করেছে
মৃত্যুর কবর না খুঁড়ে
মৃত্যুর মিছিলে অংশ নিয়েছে
তারা শুধু শিশু নয়, এক-একটা অস্ত্র।
তাদের হাত নেই,পা নেই
তবুও আছে সহৃদয়ে গর্জে ওঠার মনুষ্য
তাদের বংশ নির্বংশ
তবুও তারা আশা ছাড়েনি,হারায়নি ধৈর্য্য।
তাদের শোক হয়েছে শক্তি
তাদের শোক হয়ে হয়েছে অস্ত্র।

