বাউণ্ডুলে নজরুল ইসলাম বাবু

বাউণ্ডুলেসমগ্র-০১
নজরুল ইসলাম বাবু
(১)
না হয় তুমি উড়িয়ে দিও দুঃখ
হাতে হাত রেখে কদম তলে
চল প্রেম আঁকি খুব সুক্ষ্ম!
(২)
তুমি যত্নে খুঁজো বাহির
আমি ভিতর প্রেমে স্থির
দীর্ঘশ্বাসে দুঃখরা তাই
চুপিচুপি করছে ভীষণ ভীড়!
(৩)
ক্ষুধার জ্বালায় পেট আমার ক্রুদ্ধ
আর তুমি কর আতশবাজির যুদ্ধ
চৌদ্দ গুষ্ঠি নিয়া পুরো আকাশ সুদ্ধ
মূর্খ আমরা আকাশ দেখে হই মুগ্ধ!
(৪)
বহু বছর আগে যেখানে
বকুলের মিষ্টি সুবাস ছড়াতো
স্নিগ্ধতা বসে থাকতো অনশনে
আজ সেখানে কেবলি ঘোড়-দৌড় চলে!
(৫)
বিপরীত শহরে করি বাস
এক শহরে উত্তাপে ভরা
অন্য পাশে হিমেল হাওয়া
এ সবেই নিয়মে চলে প্রেমের শ্বাস!
(৬)
মুখরিত মিছিল উত্তেজিত স্লোগানে
কেউ কেউ তাকিয়ে দেখে মৃদু হেসে
এক বাঁচার লড়াই চলে খুব গোপনে
ঝাঁঝাল স্লোগানও সন্ধ্যায় যায় ভেসে।
সবাই ফিরে আসে বিসর্জন দিয়ে
কেউ কেউ হারিয়ে যায় গোধূলি শেষে
আমি এক উদ্ভট, থাকি হারানোর দলে!
