2:01 AM, 13 November, 2025

মেসির দেওয়া ভ্যাকসিন পাচ্ছেন ১০ দেশের ফুটবলার

lionel-messi_24

আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির চেষ্টায় ভ্যাকসিন পেতে যাচ্ছেন ১০ দেশের ফুটবলার।  তার অনুদানে কেনা চীনের সিনোভ্যাকের ৫০ হাজার কোভিড ভ্যাকসিন পৌঁছেছে দক্ষিণ আমেরিকায়।

মেসির জার্সির বিনিময়ে ৫০ হাজার ভ্যাকসিন দিচ্ছে চীনের প্রতিষ্ঠান সিনোভ্যাক। যা এরই মধ্যে পৌঁছে গেছে উরুগুয়েতে। যেখান থেকে তা চলে যাবে দক্ষিণ আমেরিকার ১০ দেশে।

দক্ষিণ আমেরিকায় সবচেয়ে বেশী সংক্রমণ ব্রাজিলে। এরপরই তালিকায় আছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। যে দেশদুটিতে এ বছর অনুষ্ঠিত হবার কথা কোপা আমেরিকা। টুর্নামেন্ট নির্বিঘ্নে আয়োজন করতে নিজেই এগিয়ে এসে ১০ দেশের ভ্যাকসিনের ব্যবস্থা করলেন লিওনেল মেসি।

মেসির দেয়া এই ভ্যাকসিনের ফলে কনমেবল অঞ্চলে কোপা আমেরিকাসহ ঘরোয়া টুর্নামেন্টগুলো নির্বিঘ্নে আয়োজন সম্ভব বলে মন্তব্য করেছেন কনমেবল সভাপতি আলেজান্দ্রো ডমিনগুয়েজ।

তিনি বলেন, ‘আমাদের এ বছর কোপা আমেরিকা আয়োজনের কথা আছে। এ বিষয়ে আর্জেন্টিনা ও কলম্বিয়ার সরকারের সাথেও আমাদের চুক্তি হয়েছে। আশা করছি এই ভ্যাকসিনের মাধ্যমে আমরা ফুটবলারদের করোনামুক্ত রাখতে পারবো। শুধু কোপা আমেরিকা না, আমাদের মহাদেশীয় টুর্নামেন্ট আয়োজনও অনেক সহজ হয়ে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *