9:52 PM, 12 November, 2025

বরগুনায় ছেলের হাতে বাবা খুন” ছেলে গ্রেফতার

received_1212366585833279
বরগুনায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। খুনি ছেলেকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ। গঠনাটি বরগুনা সদর উপজেলার ৮নং  সদর ইউনিয়নের উত্তর হেউলিবুনিয়া গ্রামে। বৃহস্পতিবার বিকাল অনুমান পাঁচটায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় জমি বিরোধ সংক্রান্ত জের ধরে পিতা পুত্রের মধ্যে কথার কাটাকাটি হয়। ছেলে জামাল উত্তেজিত হয়ে ঘটনাস্থলে পিতা আয়নাল কে কুপিয়ে হত্যা করে।বরগুনা পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গির মল্লিক এর দিক নির্দেশনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে বরগুনা জেনারেল হাসপাতালের সামনে থেকে পালিয়ে যাওয়ার সময় বরগুনা থানা পুলিশ খুনি জামাল (৩২)কে গ্রেপ্তার করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বরগুনা সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, উক্ত ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক বরগুনার বিভিন্ন চেক পয়েন্টে আমাদের নিরাপত্তা জালফেলি অভিযান চালিয়ে বাবার খুনি ছেলেকে গ্রেফতার করতে সক্ষম হই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *