3:24 AM, 13 November, 2025

মুরাদনগরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

muradnagar cumilla 03-04-2021 pc

কুমিল্লার মুরাদনগরে ১৩ বোতল বিদেশী মদসহ সজিব (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে মুরাদনগর থানা পুলিশ। শুক্রবার রাত ৯টায় অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রাামের রাজা মিয়ার ছেলে।
জানা যায়, মাদকের একটি বড় চালনের গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ সাদেকুর রহমনের নির্দেশনায় এসআই জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ কলেজ রোড শরিফ খান ফার্মেসির সামনে থেকে ১৩ বোতল ইন্ডিয়ান মদসহ মাদক ব্যবসায়ী সজিবকে আটক করে। সাথে থাকা আরেক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান জানান, আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। পলাতক আসামির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *