11:08 PM, 12 November, 2025

মুরাদনগরে ব্যাংক এশিয়া’র এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

muradnagar, cumilla 05-02-2021 pc1

কুমিল্লার মুরাদনগরে ব্যাংক এশিয়া লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ধনীরামপুর বাজারে বারিক সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আউটলেট শাখার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ। উপজেলা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেনের সভাপতিত্বে ও ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং ডিভিশনের টিম লিডার মোতালেব হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান, ব্যাংক এশিয়ার কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন, কুমিল্লা জোনের রিজিওনাল ম্যানেজার সাইফুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক মো: হাসান, ব্যাংক এশিয়ার ধনীরামপুর বাজার আউটলেট শাখার এজেন্ট শিরিন সুলতানা, এম ডি আনিসুর রহমান, দ্বিন ইসলাম, স্বপনা আক্তার, ছালমা বেগম, স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান, ব্যবসায়ী রফিকুল ইসলাম, শাহিন সরকার, নজরুল ইসলাম নয়ন, সেলিম রেজা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *