পাকুন্দিয়ায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও রক্তদাতাদের মাঝে টি শার্ট বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক সংগঠন ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও রক্তদাতাদের মাঝে টি শার্ট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) উপজেলার সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের সংগঠনটির নিজ কার্যালয়ে এ আলোচনা সভা, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও রক্তদাতাদের মাঝে টি শার্ট বিতরণ অনুষ্ঠিত হয়।
দেশেরবার্তা টুয়েন্টিফোর ডট কমের প্রধান উপদেষ্টা এস.এম মিজানুর রহমান মামুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠিতা রাকিবুল হাসান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বপ্ননীড় একাডেমির পরিচালক জহিরুল ইসলাম হিমেল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে দেশেরবার্তা টুয়েন্টিফোর ডট কমের প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক ই.এ.মো. রাজন মিয়া, বিটিভির ধর্মীয় আলোচক মাওলানা জহিরুল ইসলাম আবদুল্লাহ, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ আবু হানিফ, কার্যকরী সদস্য এস কে রাসেল, হোসাইনিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জুনায়েদুল হক শাহীন, সাধারণ সম্পাদক এনামুল হক, সমাজকল্যান সম্পাদক মো: হুমায়ুন, সমাজসেবক মাসুম রেজাসহ এলাকার গণ্যমাণ্য লোকজন উপস্থিত ছিলেন।



সন্চালনায় ছিলেন উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান আফজাল আয়ুবি ও দেশেরবার্তার হোসেনপুর প্রতিনিধি আব্দুল্লাহ্ আল হুমায়দী।
ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় এতে সহযোগীতা করেন কিশোরগঞ্জের হোসেন ডায়াগনিস্ট এন্ড ক্লিনিক।
