11:14 PM, 12 November, 2025

মহানবী সাঃ কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Exif_JPEG_420

Exif_JPEG_420

ফ্রান্সে মহানবী সাঃ কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ভৈরব- ময়মনসিংহ মহা সড়কে কিশোরগঞ্জ উপজেলার বিন্নাটি ‘বিজয় ৭১’ চত্বরে ৩০শে অক্টোবর শুক্রবার আসর নামাজের পরে সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়৷

এতে বিন্নাটি খোরশেদ উদ্দিন ভূইয়া ইসলামিয়া দাখিল মাদরাসার তত্ত্বাবধায়ক মাওঃ শাহ্ বুরহান উদ্দিন আহমদের সভাতিত্বে বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলার বাকচান্দা ফাযিল মাদরাসার আরবি প্রভাষক মাওঃ আলাউদ্দিন, মঙ্গলবাড়িয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওঃ মাজমুল হক, টুটিয়ারচর মাজহারুল উলুম দাখিল মাদরাসার তত্ত্বাবধায়ক মাওঃ বশির উদ্দিন, খোরশেদ উদ্দিন ভূইয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারি মৌলভী মাওঃ কামাল উদ্দিন, যোগিরখালী ঈদগাহ মাঠের ইমাম মাওঃ শহিদুল্লাহ, কিশোরগঞ্জ আইডিয়াল পেপার হাউজের সত্ত্বাধিকারী মাওঃ আ.ম.ম. আব্দুল হক, বিন্নাটি বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুল আমিন উজ্জল, বিন্নাটি ইউনিয়ের সমাজ সেবক লুৎফুল হক টিটু, মারিয়া ইউনিয়ের সমাজ সেবক রফিকুল ইসলাম রফিক, টিউটর একাডেমির ব্যবস্থাপনা পরিচালক জাহিদ জাবের প্রমুখ৷

এতে অংশ করে কিশোরগঞ্জ টিউটর একাডেমি, কালটিয়া যুবকল্যাণ সংঘটন ও বিন্নাটি বন্ধু স্পোটিং ক্লাবসহ কিশোরগঞ্জ জেলার  বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের তাওহীদি জনতা৷

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এই ব্যঙ্গচিত্র শুধু রাসূল (সাঃ) কেই নয় পুরো বিশ্বের ২০০ কোটি মুসলিমের হৃদয়ের মণি কোঠায় আঘাত করেছে, ফরাসী প্রেসিডেন্টকে প্রকাশ্যে মুসলিম জাতির কাছে ক্ষমা চাইতে হবে,

তাদের পণ্য বর্জন করতে হবে, আন্তর্জাতিকভাবে সকল মুসলিম রাষ্ট্রগুলো তাদের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে৷

বক্তারা আরো বলেন, ইতোমধ্যে তাদের পর্ণ বর্জনের ফলে অর্থনৈতিকভাবে ২৮ বিলিয়ন ডলার ক্ষতির অভিমুখে পড়েছে৷

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিন্নাটি বাজার কে.ইউ.বি.এম জামে মসজিদের পেশ ইমাম মাওঃ হুমায়ুন কবির৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *