9:45 AM, 13 November, 2025

পলাশবাড়ী অটোজ এর উদ্বোধন

palashbari otoj

ব্যাটারী চালিত অত্যাধনিক প্রক্রিয়ার তৈরীকৃত অটোরিক্সা,এর যন্ত্রাংশ,উন্নতমানের ব্যাটারী ও ট্রেনিং প্রাপ্ত দক্ষ মেকানিক নিয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরে উদ্বোধন করা হয়েছে মের্সাস পলাশবাড়ী অটোজ  নামে এ প্রতিষ্ঠানটি । ২৬ জুলাই রবিবার পৌর শহরের গাইবান্ধা বাসস্ট্যান্ডে বাবু সুপার মার্কেটে এ শো রুম এর উদ্বোধন করেন পলাশবাড়ী কেন্দ্রীয় মসজিদের ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা ।

পলাশবাড়ী অটোজ এর প্রোপাইটার ফিরোজ কবির বাবু এর আমন্ত্রনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন ,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোত্তালিব সরকার বকুল,ছাত্রনেতা মিজানুর রহমান নিক্সন,উপজেলা তাতীলীগ সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজীবসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *