জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নবাবগঞ্জে মৎস্য পোনা অবমুক্তি করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান

রোববার সকাল ১১ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে নবাবগঞ্জে মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্তি কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান,উপজেলা মৎস্য অফিসার মারজান সরকার,সমবায় অফিসার (অঃদাঃ) মোঃ নাছিমুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল প্রধান ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মারজান সরকার জানান উপজেলা পরিষদ চত্তরে পুকুরে ২৫কেজি পোনা অবমুক্তি করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ।
এছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ৯ইউনিয়নে পোষ্টার বিতরণ সহ নেয়া হয়েছে সিমিত কর্মসুচী।
