7:43 AM, 13 November, 2025

ফুলছড়ির বন্যা দুর্গত ১শ’ টি পরিবারের জন্য সেনাবাহিনীর মানবিক ত্রাণ সহায়তা

shenabahini 26

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার পক্ষ থেকে ৬৬ আর্টিলারি বিগ্রেড এর অধিনস্থ ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্যবস্থাপনায় গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় বন্যা দুর্গত ১শ’ টি পরিবারকে ২৬ জুলাই রোববার মানবিক ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

এবিষয়ে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা, অতিরিক্ত বৃষ্টির কারণে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় ১ হাজার ৩৪০টি পরিবারের মোট ৭ হাজার ৩৬০ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসাথে বর্তমান বিশ্বের অন্যতম প্রধান সমস্যা করোনার কারণে দেশের নিম্ন আয়ের লোকজনের অর্থের উপার্জন ও জীবিকা নির্বাহ খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। দেশের এই সংকট মুহুর্তে বাংলাদেশ সরকার এইসব ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকারের এই কার্যক্রমের সাথে সম্পৃক্ততা অর্জনের লক্ষ্যে আসন্ন ঈদ-উল আজহার আগে জিওসি ৬৬ পদাতিক ডিভিশন রংপুর বিভাগের সকল জেলায় ত্রাণ প্রদানের নির্দেশনা প্রদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *