9:56 PM, 12 November, 2025

করোনা কেড়ে নিলো আরেক পুলিশ সদস্যের প্রাণ

police-atiar

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল ২৭ জুন, শনিবার রাত ১০টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. আতিয়ার রহমান নামের ওই পুলিশ সদস্য। তিনি মানিকগঞ্জ জেলা পুলিশ কন্ট্রোল রুমে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, ১৯৮৪ সালের ২৬ নভেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন আতিয়ার।

মানিকগঞ্জের পুলিশ সূত্র জানায়, গত ১৯ জুন জ্বরে আক্রান্ত হলে মানিকগঞ্জ সদর হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন আতিয়ার রহমান। গত ২৪ জুন সন্ধ্যায় তার নমুনায় করোনায় সংক্রমণের রিপোর্ট পাওয়া যায়।

পরে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে আতিয়ার রহমান স্ত্রী ও দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার কামালদিয়া গ্রামে। দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকস ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

মানিকগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় আতিয়ার রহমানের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *