10:03 PM, 12 November, 2025

গোবিন্দগঞ্জে আগুনে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি

agune porlo bari 26

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় আগুনে স্থানীয় এক কৃষকের দুটি বসতঘর পুড়ে গেছে। ২৫ জুন বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের শ্রীপুর গ্রামের কৃষক নিজাম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে ওই বাড়ির কৃষক নিজাম উদ্দিনের দুটি বসতঘর পুড়ে যায়।একইসাথে তিন টি গরুর একটি গরু পিছনের অংশ পুড়ে যায়।এছাড়া আসবাব পত্রসহ ধান বিক্রির নগদ প্রায় চল্লিশ হাজার টাকা পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসীর ধারণা বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে  এ আগুনের সুত্রপাত হয়েছে।স্থানীয়রা জানান বসতঘর পুড়ে যাওয়ায় এখন কৃষক  নিজাম উদ্দিনের পরিবাকে খোলা আকাশের নিচে বসবাস করতে হবে।পুড়ে যাওয়া বসতঘর মেরামতের জন্য সরকারি সহয়তার আবেদন জানিয়েছেন কৃষক নিজাম উদ্দিন।
স্থানীয়রা জানিয়েছেন আগুন লাগার পরপরেই ফায়ার সার্ভিসকে জানালে তারা রওনা হয়েছিলেন কিন্তু এক পর্যায়ে গ্রাম বাসির প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনলে ফায়ার সার্ভিস টিম কাটা মোড় এলাকায় এলে গ্রাম বাসির পক্ষ হতে নিষেধ করা হয়। তখন তারা ফিরে যান। স্থানীয় গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  এস এম রিপন ঘটনাটি জানার পর দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তার আশ্বাস প্রদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *