পলাশবাড়ীতে বসতবাড়ীতে হামলা ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার বৈরী হরিনমারী গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম দুদু বতসবাড়ী তে হামলা ও মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের শাস্তির দাবীতে এক সংবাদ সম্মেলন করেছেন।
আজ ১৯ মে মঙ্গলবার বিকালে নিজ বসতবাড়ী তে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আমিনুল ইসলাম বলেন প্রতিবেশী মিজানুর গং দীর্ঘদিন হলো তাদের সাথে নানা ভাবে দ্বন্দ কোলহ করে আসছে।এরই সূত্র ধরে তারা আমিনুল ইসলাম দুদুর বসতবাড়ীতে হামলা করে ও তাহার স্ত্রী সন্তানদের মারধর ও বসত ঘরের আসবাসপত্র ভাংচুর করে। এ ঘটনায় আমিনুল ইসলাম দুদু বাদী হয়ে মিজানুর গং এর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করে। এ মামলা দায়ের পর মিজানুর গং আমিনুল ইসলাম দুদু ও তার ছেলে আকাশ আহম্মেদ পলাশের বিরুদ্ধে পাল্টা আরেকটি মামলা করে ও নানা ভাবে অপপ্রচার করে হেয়পতিপন্ন করছে। এঘটনায় তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের শাস্তি দাবী করেন। সংবাদ সম্মেলনের এসময় গণমাধ্যম কর্মীরা ও আমিনুল ইসলাম দুদুর স্ত্রী সন্তান ,বড় ভাইসহ প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,আমিনুল ইসলাম দুদু গতবার জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করেছেন। এছাড়া পলাশবাড়ী উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য ছিলেন। তার ছেলে বিগত সময়ে আকাশ আহম্মেদ পলাশ ছাত্রলীগের কর্মী হিসাবে সক্রিয় ছিলেন ও বর্তমানে পৌর তাতীলীগের যুগ্ন আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন।
