11:30 PM, 12 November, 2025

গ্যাসের মূল্য বৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে গাইবান্ধায় গণতান্ত্রিক বামজোটের বিক্ষোভ

Gaibandha PHOTO-05

সরোয়ার কবির মজনু

গাইবান্ধা থেকেঃ

………………………………….

গ্যাসের মূল্য বৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে ও গাইবান্ধায় গ্যাস সংযোগের দাবিতে বামজোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বামজোট জেলা সমন্বয়ক আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মিহির ঘোষ, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, বাসদ মাকর্সবাদী) জেলা সদস্য সচিব আবু রাহেন শফিউল্যাহ প্রমুখ।

বক্তারা বলেন, মতামত উপেক্ষা করে সরকারের ৬ষ্ঠ বারের মত গ্যাসের মূল্য বৃদ্ধির ষড়যন্ত্র করছে যা পর্যায়ক্রমে বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেবে এবং জনজীবনকে বিপর্যস্ত করবে। ফলে গণবিরোধী সরকারের এহেন সিদ্ধান্তের চক্রান্ত বন্ধ করা না হলে দেশব্যাপী বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান। সেইসাথে অবিলম্বে গাইবান্ধায় গ্যাস সংযোগের দাবি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *